নৈরাজ্যের ধাক্কা কতটা ভোগাবে, শঙ্কায় পোশাক খাত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ০৯:১৮
টিএডি গ্রুপের কারখানাগুলোতে প্রতিদিন তিন লাখ থেকে সাড়ে তিন লাখ পোশাক উৎপাদন হয়। প্রতি মাসে ৬০ থেকে ৭০ লাখ পোশাক তারা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে নজিরবিহীন নৈরাজ্যের পর কারফিউ জারি হলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারফিউ শিথিল হওয়ার পর মঙ্গলবার থেকে আবার কাজ শুরু করেছে টিএডি গ্রুপের কারখানাগুলো। কিন্তু চার দিন কারখানা বন্ধ থাকার জের কতদিন টানতে হবে, তা নিয়ে উদ্বিগ্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশিকুর রহমান তুহিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কারখানা বন্ধ থাকায় চার দিনে আমরা প্রায় ১৪ লাখ পোশাক উৎপাদন করতে পারিনি। এখন পণ্য পাঠাতে দেরি হলে অনেক ক্রেতা ক্রয়াদেশ বাতিল করতে পারে। আবার কোনো কোনো ক্রেতা আকাশপথেও পাঠাতে বলতে পারে। তখন খরচ অনেক বেড়ে যাবে।”