![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F67805651-2d1e-4d43-9ef4-800fec74c2b3%252FUntitled-1.jpg%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বিমানবন্দরে যাত্রীকে লাথি মারা সেই ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ২০:২৬
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে এক যাত্রীকে মাথায় লাথি ও পা দিয়ে চেপে ধরার ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় মেয়র সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার ম্যানচেস্টার বিমানবন্দরে এক যাত্রীকে মাথায় লাথি মারা ও পা দিয়ে তাঁর মাথা চেপে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরের দিন বুধবার রাতে ইংল্যান্ডের রচডেল থানার সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।