প্যারিসের মেট্রো স্বস্তির আবার শঙ্কারও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৮:১৪

প্যারিস অলিম্পিক কাভার করতে এসে সাময়িক আবাস লা কর্নোভে। ফ্রান্সের রাজধানী প্যারিসের উপশহর লা কর্নোভ। পেশাগত কাজে প্রতিদিন ছুটতে হচ্ছে প্যারিসের প্রাণকেন্দ্র পোর্টে মেলিয়তে অবস্থিত মেইন প্রেস সেন্টারে। এই সেন্টার থেকে ভেন্যুতে ছোটা আবার এখানে ফিরে আসা। লা কর্নোভ ও পোর্তে মেলিয়তের দূরত্ব ৩০ কিলোমিটারের বেশি। যা অনেকটা ঢাকার জিরো পয়েন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমান দূরত্ব।



প্যারিসের সুন্দর মেট্রো ব্যবস্থায় এত দূরত্ব আসা-যাওয়া হয় চোখের পলকেই। লা কর্নোভ থেকে সাত নম্বর মেট্রোতে ১৪ স্টেশন পেরিয়ে প্যারিস রয়েল স্টেশন। এরপর এক নম্বর লাইন ধরে চার স্টপেজ পরেই পোর্টে মেলিয়ত। সব মিলিয়ে ত্রিশ মিনিটেরও কম সময়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও