অ্যাপার্টমেন্টের লবিতে কেমন আসবাব রাখবেন

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৬:৪১

‘অ্যাপার্টমেন্ট লবি এমন হওয়া উচিত, যেন সবাইকে সেটা উষ্ণ অভ্যর্থনা করে। যেখানে অপেক্ষা করলে একটা আপন আপন অনুভূতি হয়,’ বলছিলেন অ্যারে আর্কিটেক্টসের প্রধান স্থপতি আল ইমরান। ‘পুরো জায়গাটার নকশা এমন হওয়া উচিত, যেটা দেখে বাড়ির মতো মনে হবে। আসবাবগুলোতেও সেই ভাব থাকা জরুরি।’


লবির নকশায় শুরুতেই দেয়ালের রংকে প্রাধান্য দেওয়া উচিত। দেয়ালের রং একটি ঘরের আমেজ অনেকটা বদলে দিতে পারে। লবির দেয়ালের জন্য বাদামি, বেজ, ধূসর ও চাঁপা সাদা রং বেশি জনপ্রিয়। সবুজ বা নীলের বিভিন্ন শেডও অনেকে পছন্দ করছেন। ওয়ালপেপার ব্যবহারের নতুন একটি ধারাও তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও