অর্থনীতির বড় ক্ষতি হয়ে গেল

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৬:২৪

গত কয়েক দিনের সহিংস ঘটনায় দেশের ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছে—এটা নিঃসন্দেহে বলা যায়। এর প্রভাব শিল্প, সেবা, কৃষিসহ অর্থনীতির প্রতিটি খাতের প্রায় সব কার্যক্রমে পড়েছে। অনেকটাই স্থবির হয়ে পড়েছিল এসব খাত। গরিব মানুষ বিশেষ করে দিনমজুরেরা সাময়িক সময়ের জন্য বড় চাপে পড়েছেন। যত দ্রুত সম্ভব, অর্থনীতির স্বাভাবিক কার্যক্রম পুরোদমে চালু করা উচিত।


এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করতে হবে। যে ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়েছিল, অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে তা দূর করা উচিত। এই মুহূর্তে ব্যবসা-বাণিজ্য পুরোপুরি সক্রিয় করতে পারলে অর্থনীতি দ্রুত স্বাভাবিক গতিতে আসবে। এ জন্য পণ্য পরিবহন নির্বিঘ্ন করা দরকার। আর পুরো বাজারব্যবস্থা সচল থাকলে অর্থনীতি দ্রুত সক্রিয় হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও