You have reached your daily news limit

Please log in to continue


মনোমুগ্ধকর নুনছড়ি খুম

দুই পাশে দুটি নিচু পাহাড়। মাঝখান দিয়ে বয়ে চলেছে জলরাশি। আশপাশ থেকে নানা ধরনের পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর এক জায়গা নুনছড়ি খুম। তবে প্রচারের অভাবে পর্যটকদের কাছে এখনো তেমন পরিচিতি লাভ করেনি এটি। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুনছড়ি মারমা পাড়ার ওপরে এই নুনছড়ি খুমটির অবস্থান। 


প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যে এই খুমটির। কখনো হাঁটু পানি আবার কখনো গলা অবধি পানি পেরিয়ে এই খুমের সৌন্দর্য অবলোকন করতে পারা যায়। বাঁশের  কিংবা কলা গাছের ভেলায় চড়ে খুমের গভীর পানি পার হতে গিয়ে রোমাঞ্চে কাটা দিয়ে উঠে শরীর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন