![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Fb8eef243-8acc-4622-87f9-becabe2cf2dd%252Fjammu-kashmir.webp%3Frect%3D0%252C30%252C709%252C473%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
জম্মু-কাশ্মীর, মণিপুরসহ ভারতের কিছু এলাকা ভ্রমণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ২০:৫৬
জম্মু-কাশ্মীরসহ ভারতের একাধিক পর্যটন এলাকা ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের বিভিন্ন মাত্রায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলভেদে জারি করা হয়েছে সর্বোচ্চ ‘৪’ বা লেভেল ফোর মাত্রা ও ‘৩’ বা লেভেল থ্রি মাত্রার সতর্কতা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ এই সতর্কতা জারি করে।
জম্মু-কাশ্মীর ছাড়াও উত্তর-পূর্ব ভারতের মণিপুর, ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার পর্যন্ত অঞ্চল, মধ্য ও পূর্ব–ভারতের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলে ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।