বর্ষায় গাড়ির এসি কত ডিগ্রিতে রাখা ভালো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৭:১৫
গাড়িতে এসি চালিয়ে তীব্র তাপপ্রবাহ থেকে খানিকটা রক্ষা পাওয়া গেছে বটে। এছাড়া ধুলাবালি থেকে বাঁচতেও গাড়ির কাঁচ বন্ধ করে এসি ব্যবহার করেন। তবে বর্ষায় এসি চালানো নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বর্ষায় গাড়িতে এসি কততে চালাবেন তা-ও বোঝেন না।
বর্ষাকালে গাড়ির এয়ার কন্ডিশনারটি ২৪°সেলসিয়াস থেকে ২৬°সেলসিয়াসের মধ্যে তাপমাত্রায় চালানো ভালো। এই তাপমাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ তো হবেই, সঙ্গে তা জ্বালানি সাশ্রয় এবং গাড়ির ভিতরের আর্দ্রতাও নিয়ন্ত্রণ করবে। জেনে নিন বর্ষাকালে গাড়ির এসি চালানোর সময় কী করতে হবে-