ডুবে যাওয়ার ৫৫ বছর পর সমুদ্রগর্ভে মিলল জাহাজের ধ্বংসাবশেষ
যুগান্তর
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৬:১০
ডুবে যাওয়ার ৫৫ বছর পর সমুদ্রগর্ভে খুঁজে পাওয়া গেল এমভি নুনগাহ নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ। অস্ট্রেলিয়া বিজ্ঞান সংস্থা সাগরতলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে ধ্বংসাবশেষের অবস্থানস্থলের বিষয়টি নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এমভি নুনগাহ। জাহাজটিতে ইস্পাত ছিল। বিপৎসংকেত পাঠানোর কয়েক মিনিটের মাথায় এটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ২৬ জন ক্রু সদস্য ছিলেন। কয়েক ঘণ্টার মাথায় পাঁচজন জীবিত উদ্ধার হন। তখন ব্যাপক অভিযান চালিয়ে শুধু একজনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমুদ্র
- জাহাজ
- ধ্বংসাবশেষ
- ডুবে যাওয়া