You have reached your daily news limit

Please log in to continue


চোখের জলে নাচোর ‘সবচেয়ে সুন্দর বিদায়’

রেয়াল মাদ্রিদ আর নাচো ফের্নান্দেস- এক সুরের কথা, এক সুতোয় গাঁথা। শৈশবে যে ক্লাবে পা রেখেছিলেন তিনি সপ্নাতুর চোখে, সেখানেই স্বপ্নের পথ ধরে ছুটে কাটিয়ে দিয়েছেন পুরো ক্যারিয়ার। প্রায় দুই যুগের দীর্ঘ এই বন্ধন অবশেষে ছিন্ন হয়ে গেল। চোখের জলে ভেসে প্রিয় ক্লাবকে বিদায় বললেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডার। তবে তার এই অশ্রুতে আক্ষেপ-হতাশা নেই, বেদনা কিছু আছে বটে, তবে সবচেয়ে বেশি মিশে আছে গর্ব আর তৃপ্তি।

কিছুদিন আগেও তিনি ছিলেন ক্লাবের সাফল্য উদযাপনের মধ্যমণি। এবার তাকে ঘিরেই ভিন্ন এক আয়োজন হয়ে গেল বুধবার। যেটি তার বিদায়ী আয়োজন। ক্লাব হাউজে এই আয়োজনে তার বর্তমান ও সাবেক সতীর্থদের অনেকে ছিলেন উপস্থিত, ছিলেন ক্লাব কর্তারা।

২০০১ সালে মাত্র ১১ বছর বয়সে রেয়ালের একাডেমিতে যোগ দেন নাচো। মাদ্রিদের সন্তান বেড়ে ওঠেন নিজ শহরের ক্লাবে। রেয়ালের ‘বি’ দলের হয়ে তার অভিষেক ২০০৯ সালে, মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ২০১১ সালে। সুদীর্ঘ পথচলায় রেয়ালের ‘বি’ দলের হয়ে খেলেছেন একশর বেশি ম্যাচ, মূল দলের হয়ে প্রায় আড়াইশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন