![](https://media.priyo.com/img/500x/https://bangla.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/07/25/by_artem_katranzhi_-_commons.wikimedia.jpg?itok=5j_zeD41×tamp=1721887430)
রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১৩:২৭
রুশ ভূখণ্ডে একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সকল ক্রু প্রাণ হারিয়েছেন।
আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, 'কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে...ক্রুরা মারা গেছেন।'