অস্বাভাবিক জোয়ারে প্লাবিত মেঘনা উপকূল

যুগান্তর রায়পুর প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১২:০৫

পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে রায়পুরে মেঘনা উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় সাত ফুট বেশি জোয়ারে নদী এলাকা থেকে তিন কিলোমিটার দূরের লোকালয় পর্যন্ত প্লাবিত হয়।


বুধবার (২৪ জুলাই) বিকাল ৩টা থেকে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে এবং রাত সাড়ে ৮টার দিকে ভাটায় নামতে শুরু করে জোয়ারের পানি। রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ এবং উত্তর চরআবাবিল ইউপির চরবংশী, চরকাছিয়া, চরজালিয়া, চরইন্দ্রুরিয়া, আলতাফ মাস্টার মাছঘাট ও সাজু মোল্লার মাছঘাট এলাকায় খোঁজ নিয়ে জোয়ারের বিষয়টি জানা গেছে। একইভাবে সোমবার ও মঙ্গলবার রায়পুরে উপকূলীয় এলাকা প্লাবিত হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, নদীসংলগ্ন রায়পুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। লোকালয়েও জোয়ারের পানিতে দেখা যায়৷ এতে রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি ও কাঁচা-পাকা নিচু ঘরগুলো পানিতে তলিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও