You have reached your daily news limit

Please log in to continue


অরাজনৈতিক আন্দোলনের করুণ রাজনৈতিক মূল্য

কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে কদিন ধরে যা ঘটে চলেছে, তা যেমন বেদনাদায়ক, তেমনই নিন্দনীয় ও ক্ষোভের কারণ। শিক্ষার্থীদের শিক্ষা দিতে গিয়ে সরকার-সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যেভাবে একই দিনে দেশের তিন জায়গায় ছয়জনের প্রাণ কেড়ে নিল, এমন ঘটনা স্বাধীন বাংলাদেশে বিরল। 

এবার আরও যেসব ঘটনা আমাদের স্তম্ভিত করেছে, অভিভাবকদের অশ্রুসিক্ত করেছে, এসব মৃত্যুর পরও সরকারের রাজনৈতিক দম্ভ বজায় রাখার চেষ্টা, যা আরও প্রাণহানির কারণ হয়েছে। ছয়জন তরুণের প্রাণ বিসর্জনের পরও কোটা সংস্কারের দাবিতে সরকার ‘নীতিগতভাবে একমত’—এ কথা বলে আলোচনার কোনো উদ্যোগ না নিয়ে সময়ক্ষেপণ করেছে।

আইনমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেন তার আগেই আরও জীবন গেল, শত শত মানুষ আহত হলো, দেশের সম্পদ নষ্ট হলো। রাজনৈতিক গরিমা ছাড়া এর আর কোনো কারণ আছে কি?

ছাত্রলীগ পরিচয়ে অস্ত্রধারীদের তাণ্ডব, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রীদের নির্বিচার মারধর ও লাঞ্ছিত করার যে দৃশ্যগুলো গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তা কোনো অভিভাবকের পক্ষেই ভোলা সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন