![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/06/11/obaydul-kader.jpg?itok=GoGWdcuN×tamp=1718077802)
৩ দিন গণমাধ্যমে দেখা যায়নি ওবায়দুল কাদেরকে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) শাখা এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
তবে এই বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ওবায়দুল কাদের সাধারণত নিয়মিত গণমাধ্যমের সামনে কথা বলতেন। তবে, দলীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে নিয়মিত নেতাদের সঙ্গে কথা বললেও গণমাধ্যমের কাছে তিনি কোনো বিবৃতি দেননি।
দলের মুখপাত্র গণমাধ্যমের সামনে উপস্থিত না হলে আওয়ামী লীগ কার্যালয় তার পক্ষে গণমাধ্যমের কাছে বিবৃতি দেয়। কিন্তু গত তিন দিনে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে এ ধরনের কোনো বিবৃতিও দেওয়া হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সর্বশেষ ২০ জুলাই গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে কারফিউ ঘোষণার যৌক্তিকতা নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তোলেন।