টেনিস এলবোর কারণে কনুইব্যথা

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৪:১৭

কনুইয়ের অস্থিসন্ধিতে ব্যথা ও প্রদাহজনিত রোগ হচ্ছে টেনিস এলবো। কনুইয়ের বাইরের দিকের হিউমেরাস হাড়ের ল্যাটারাল এপিকন্ডাইলে মাংসপেশির টেনডন বা রগে এই প্রদাহ হয়। এর আরেক নাম ‘ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস’।


কেন হয় টেনিস এলবো


বাহুর অতিব্যবহারের (যেমন ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলা, রান্না, ভারী কিছু ওঠানো ইত্যাদি) কারণে টেনিস এলবো হতে পারে। ধারণা করা হতো, টেনিস খেলোয়াড়দের এটি বেশি হয়। সে জন্যই নাম দেওয়া হয় টেনিস এলবো। টেনিস ছাড়াও ক্রিকেটার, ব্যাডমিন্টন খেলোয়াড় এবং যাঁরা বাহুর অতিব্যবহার করেন, তাঁদের এই রোগ বেশি হয়।


আমাদের দেহের মাংসপেশিগুলো রগ বা টেনডনের সাহায্যে হাড়ের সঙ্গে যুক্ত। দেহের কোনো অংশ বারবার একই কাজ করতে থাকলে টেনডনের ওপর চাপ পড়ে ব্যথা ও প্রদাহের সৃষ্টি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও