বিদ্যুৎ-পানি বন্ধ করলেও হল না ছাড়ার ঘোষণা ববি শিক্ষার্থীদের
যুগান্তর
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১০:১৩
বিদ্যুৎ-পানি বন্ধ করলেও হল না ছাড়ার ঘোষণা দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার হল ছাড়তে কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোটা সংস্কারের বিক্ষোভ মিছিল থেকে এ কথা জানান। এর পর তার পর্যন্ত কোনো শিক্ষার্থী হল ত্যাগ করেনি বলে জানিয়েছে ববি শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয় কমিটির সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না। হল খালি করতে পারবে না। বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দিলেও আমরা হল থেকে নামব না। আন্দোলনকারী ও আবাসিক শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো শিক্ষার্থী হল ছাড়বে না। যতই নির্দেশনা আসুক শিক্ষার্থীরা মানবে না।