প্রিন্স মাহমুদ কেন আলাদা
নব্বইয়ের দশকের সংগীত অনুরাগীদের ভালোবাসার নাম প্রিন্স মাহমুদ। তাঁর সুরে বুঁদ ভক্ত-শ্রোতারা। নব্বইয়ের দশক কেন, আজকের এই দিন, এই সময় পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বেলাশেষে ফিরে এসে’; জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’; হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’সহ বহু কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স। ক্যাসেট-যুগ থেকে হালের ইউটিউব—সব যুগেই সমান প্রাসঙ্গিক এই সুরকার। ব্যবসায়িকভাবে প্রায় সব গানই ছিল সফল। আর প্রতিটি অ্যালবামের কোনো না কোনো গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সার্থকভাবে। আজ এই গীতিকবি ও সুরস্রষ্টার জন্মদিন।
সুরকার বা গীতিকবি নয়, খুলনা থেকে প্রিন্স মাহমুদের শুরুটা ছিল অন্য রকম। ‘দ্য ব্লুজ’ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ছিলেন প্রিন্স মাহমুদ। গত শতকের আশির দশকের কথা। নব্বইয়ের শুরুতে তিনি গড়েন ‘ফ্রম ওয়েস্ট’ নামের একটি ব্যান্ড। সেখানেও তিনি ছিলেন মূল ভোকাল। ‘সে কেমন মেয়ে’ নামের একটি অ্যালবাম সেই সময়ে বেশ আলোচনায় ছিল।
- ট্যাগ:
- বিনোদন
- আলাদা
- প্রিন্স মাহমুদ