হল না ছাড়লে ছাড় নয়: ডিবির হারুনের হুঁশিয়ারি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৮:০৫
নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল না ছাড়লে ‘কোনো ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ।
ঢাকা মহানগর পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেছেন, “জানমালের ক্ষতি করলে তা দমন করা ছাড়া পুলিশের সামনে আর কী করার থাকতে পারে? বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খালি করার সিদ্ধান্ত দিয়েছে, সেটার জন্য আমাদের অনুমতি দিয়েছে।”
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীদের অনেকে এখনও হলে অবস্থান করছেন।