নিউজিল্যান্ডের সৈকতে পৃথিবীর বিরলতম তিমি

প্রথম আলো নিউজিল্যান্ড প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৬:৩৪

নিউজিল্যান্ডের ওটাগো প্রদেশের সৈকতে একটি অতি বিরল কোদাল–দাঁতের তিমির মৃতদেহ ভেসে এসেছে। বিশ্বের সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী তিমির এই প্রজাতি সম্পর্কে মানুষের হাতে খুব সামান্যই তথ্য আছে।


এখন পর্যন্ত কোদাল–দাঁতের কোনো তিমি জীবিত অবস্থায় পাওয়া যায়নি। গত ৪ জুলাই ওটাগো প্রদেশের একটি নদীর মোহনার কাছে সৈকতে যে কোদাল–দাঁতের তিমির মৃতদেহটি ভেসে এসেছে, সেটি ৫ মিটার লম্বা।


নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশন ও দ্য ন্যাশনাল মিউজিয়াম ‘টে পাপা’র সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণিবিশেষজ্ঞরা এটিকে পুরুষ কোদাল–দাঁতের তিমি বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে