ইমোজির রং হলুদ কেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৬:৩০
হাসি, কান্না, দুঃখ, যে কোনো মনের ভাব প্রকাশ করতে সোশ্যাল মিডিয়ায় সহজ উপায় ইমোজি। বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্তও চলে না। দীর্ঘ বাক্য ব্যয় না করে শুধু একটি ইমোজি দিয়ে বোঝানো যায় মনের কথা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ এখন প্রায় সব প্ল্যাটফর্মেই ইমোজির ব্যবহার রয়েছে। শত শত ইমোজি রয়েছে মনের ভাষা প্রকাশের জন্য।
তবে খেয়াল করে দেখেছেন কি, ইমোজির রং কেন হলুদ? হোয়াটসঅ্যাপে ৮০০টিরও বেশি ইমোজি রয়েছে, যা বিভিন্ন আবেগের জন্য ব্যবহার করা হয়। কিন্তু বেশিরভাগ ইমোজির রং কেন হলুদ রাখা হলো। যদিও এখন রং বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে মেটা। চলুন জেনে নেওয়া যাক হলুদ রঙের ইমোজি ব্যবহারের কারণ কী।