You have reached your daily news limit

Please log in to continue


ডিজনিল্যান্ডের যাত্রা শুরু

ডিজনিল্যান্ড শিশুদের এক আনন্দরাজ্য। এর মজার মজার সব রাইডে চড়তে এবং ভেতরে ঘুরে বেড়াতে শিশুদের পাশাপাশি ভালোবাসেন বড়রাও। ১৯৫৫ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে প্রথমবারের মতো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ডিজনিল্যান্ড।

১৬০ একর এলাকায় ডিজনিল্যান্ড প্রতিষ্ঠা করেন অ্যানিমেশন জগতের জাদুকর ওয়াল্ট ডিজনি। এর পেছনে খরচ হয় এক কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২০০ কোটি টাকা। অনেকে এর সাফল্য নিয়ে সন্দিহান হলেও দ্রুতই এটি মন জয় করে নেয় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের, দেখে লাভের মুখ। বর্তমানে বছরে এক কোটি ৮০ লাখের বেশি দর্শক আসেন এখানে, খরচ করেন ৩০০ কোটি ডলারের বেশি।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯০১ সালে জন্ম ওয়াল্ট ডিজনির। কিছুদিন শিল্পী হিসেবে অর্থের বিনিময়ে বিভিন্ন কাজ করার পর অ্যানিমেটেড কার্টুন তৈরিতে মন দেন। লস অ্যাঞ্জেলসে একটি স্টুডিও স্থাপন করেন। ১৯২৮ সালে তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্টিমবোট উইলিতে আত্মপ্রকাশ ঘটে মিকি মাউস চরিত্রটির। দেশজুড়ে জনপ্রিয়তা পেতে সময় লাগেনি চরিত্রটির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন