অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে খোশমেজাজে ছিলেন জাহ্নবী কাপুর। বিয়েতে কখনো ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনো বডিং হাগিং ড্রেসে সবার দৃষ্টি কেড়েছেন নতুন প্রজন্মের এ অভিনেত্রী।
শুধু তা-ই নয়, প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে তালমিলিয়ে নৃত্য করেছেন। এমন আনন্দময় সময়ের রেশ কাটতে না কাটতেই অন্যরকম খবর জানা গেছে। শোনা যাচ্ছে, নিখোঁজ হয়েছেন জাহ্নবী!