You have reached your daily news limit

Please log in to continue


মেসিদের বিরুদ্ধে ফিফায় যাচ্ছে ক্ষুব্ধ ফ্রান্স

কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। এমন স্মরণীয় জয়ে পুরো আর্জেন্টিনাজুড়ে চলছে শিরোপা উৎসব। যাতে যোগ দিয়েছেন ফুটবলাররাও। উদযাপনের এই রেশ না কাটতেই দুঃসংবাদ পেলেন মেসিরা। ক্ষুব্ধ ফ্রান্স ফুটবল ফেডারেশন নাকি আর্জেন্টাইন ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ। এরই ফলশ্রুতিতে ফিফা বরাবর অভিযোগ জানাবে তারা।

বুধবার জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়, কোপা জয়ের পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। আর ওই লাইভে ফ্রান্সকে ঘিরে করা বর্ণবাদী মন্তব্য শোনা যায়। আর এতে অসন্তুষ্ট হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।

২০২২ সালে কাতার বিশ্বকাপের পরই ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল দলের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। তখন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। আর এবার ফার্নান্দেজের ভিডিওতে সেটিই গাইতে শোনা গেছে ফুটবলারদের। অবশ্য ওই বর্ণবাদী গানটি শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন