লোকাল ট্রেনে 'ইয়ে দিল দিওয়ানা' গানে জ্যামিং যাত্রীদের, ভিডিয়ো দেখলেই দিল খুশ

eisamay.com প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২১:১৮

লোকাল ট্রেন মানেই ভিড়ে ভিড়াক্কার অবস্থা। হকারদের ডাক। বাদাম-চানাচুরের মেলা। এর মধ্যেই বসার জায়গা নিয়ে মারামারি। আবার ট্রেনের জানালার ধারের সিটে তাস পেটানোর আওয়াজও থাকে। রোজ এরকম কত না গল্প তৈরি হয় লোকাল ট্রেনে। এসব গল্পের ভিড়েই কত অচেনা মানুষ বন্ধু হয়ে ওঠে। আর অফিস থেকে ফেরার পথে এই লোকাল ট্রেনই হয়ে ওঠে ক্লান্তি দূর করার অন্যতম জায়গা। সকলে মিলে মজা করতে করতে বাড়ি ফেরা হয়। আর তেমন ছবিই সম্প্রতি ধরা পড়ল মুম্বইয়ের লোকাল ট্রেনে।


সেখানে সমবেত স্বরে সোনু নিগমের হিট গান গাইছেন। আর এই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হল ইন্টারনেটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে