রহস্যময় ডার্ক কমেট ‘পানি আনতে পারে’ পৃথিবীতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২০:৪৩
পৃথিবীর নিকটবর্তী যেসব বস্তু আছে, তার ৬০ শতাংশই সম্ভবত ডার্ক কমেট বা অন্ধকার ধূমকেতু। বিজ্ঞানীরা বলছেন, এসব রহস্যময় বস্তুতে হয় বরফ আছে, বা এক সময় ছিল।
এইসব অন্ধকার ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে। এমনকি এরা পৃথিবীতে সম্ভবত পানির যোগানও দিয়েছে বলে উঠে এসেছে ‘ইউনিভার্সিটি অফ মিশিগান’-এর এক গবেষণায়।
দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের অনুমান, বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মাঝখানে থাকা গ্রহাণু বেল্টে যেসব গ্রহাণুর অবস্থান, সেগুলোতে বরফ থাকার সম্ভাবনা আছে।