‘পাকিস্তানের কোচিং প্যানেলে অযোগ্য আজহার’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ ভরাডুবি হয়েছে পাকিস্তানের। যার জেরে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পুরো দলকে। পিসিবি প্রধান মহসিন নকভি ঘোষণা দিয়েছেন দলে বড় পরিবর্তন আনার। সেই প্রক্রিয়ার প্রথম ধাপে নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছেন তিনি। তার এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির সাবেক প্রধান নির্বাচক সালাহউদ্দিন সাল্লু। তবে পাকিস্তানের কোচিং প্যানেলে সহকারী কোচের ভূমিকায় থাকার আজহার মাহমুদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
পিসিবি প্রধানের প্রশংসা করে সাল্লু বলেন, ‘আমাদের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পিসিবি প্রধান মহসিন নকভির প্রচেষ্টার আমি প্রশংসা করি।’
পিসিবি প্রধানের কঠোর অবস্থান নিয়ে সাল্লু বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতার পরে, এই ধরনের কঠোর পদক্ষেপগুলি অপরিহার্য হয়ে উঠেছে। আমি আনন্দিত যে পিসিবি চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেছেন। নির্বাচন কমিটির পুনর্গঠন, খেলোয়াড়-ক্ষমতা ভেঙে দেওয়া, পরিকাঠামোর উন্নতি এবং সমস্ত খেলোয়াড়ের জন্য ঘরোয়া ক্রিকেটে উপস্থিতি বাধ্যতামূলক করা সবই সম্প্রতি নকভির নেওয়া চমৎকার পদক্ষেপ। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত ফল দেবে।’