You have reached your daily news limit

Please log in to continue


প্রেমের বছর ঘুরে মালাবদল, সিঁদুর দান এবং চুম্বন

পশ্চিমবঙ্গের তরুণ গায়ক শোভন ও নায়িকা সোহিনী সরকারের প্রেমের খবর উড়েছিল গত বর্ষায়। বছর ঘুরে আসা আরেক বর্ষায় পরিণয়ে বাধা পড়লেন দুজন।

আনন্দবাজার লিখেছে, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে সোমবার আইনি বিয়ে সেরেছেন শোভন-সোহিনী।

বিয়ের সব রীতি সেখানে দেখা না গেলেও সইসাবুদ সেরে মালাবদল করে সোহিনীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন শোভন। এরপর সোহিনীর কপালে এঁকে দিয়েছেন চুম্বন।

বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতার এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে, একই ঘরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন