শাহজালালে আধুনিক রেডার, বিপুল আয়ের সঙ্গে মিলবে যেসব সুবিধা
চার দশক পর দেশের আকাশসীমায় নজরদারির স্ক্ষমতা বাড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে নতুন রেডার। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন সেই রেডার দিয়ে পরীক্ষামূলকভাবে দেশের আকাশসীমায় নজরদারি করা হচ্ছে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রেডারের আওতায়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন রেডার ব্যবস্থাটি পুরোপুরি চালু হলে বাংলাদেশের আকাশসীমায় নজরদারি আরও সহজ, দ্রুত এবং নির্ভুল হবে। পাশাপাশি ‘ওভার ফ্লাইং’ ফি হিসেবে বিপুল অর্থও আয় করাও সম্ভব হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদ্য সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালালে রেডার স্থাপনের কাজ প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন যে রেডারটি স্থাপন করা হয়েছে, এটি পুরোপুরি ফাংশনাল হতে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত সময় লেগে যাবে।