You have reached your daily news limit

Please log in to continue


দর্শক টানতে টিকিটের সঙ্গে চা–শিঙাড়া ফ্রি

কিছুদিন আগে বাংলাদেশে একটি সিনেমা হলে টিকিটের সঙ্গে বিনা মূল্যে বিরিয়ানি দেওয়ার ঘটনার ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলও হয়েছে যথেষ্ট। বলিউডও যেন কম যায় না! অক্ষয় কুমারের ‘সরফিরা’ ছবির ক্ষেত্রে অনেকটা এমনই ঘটেছে। এই ছবিকে পুরোপুরি ভরাডুবির হাত থেকে রক্ষা করতে খ্যাতনামা মাল্টিপ্লেক্স চেন আইনক্স এক নতুন প্রস্তাব নিয়ে এসেছে। এই ছবির টিকিটের সঙ্গে এক কাপ চা আর দুটি শিঙাড়া বিনা মূল্যে দেওয়া হবে সিনেমাপ্রেমীদের। দর্শক টানতে এক নতুন ও বিচিত্র উদ্যোগ নিয়েছে আইনক্স।


একের পর এক ফ্লপ ছবির ধাক্কা সামলাতে হচ্ছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সরফিরা’। অক্ষয়ের ক্যারিয়ারের ১৫০তম ছবি এটি। সুধা কোংগারা পরিচালিত ছবিটি তামিল ‘সোরারাই পোট্রু’-র হিন্দি রিমেক। তামিল এই ছবির পরিচালকও ছিলেন সুধা কোংগারা। তবে ‘সরফিরা’ সুধার প্রথম পরিচালিত হিন্দি ছবি। ‘সোরারাই পোট্রু’ বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। তামিল এই ব্লকবাস্টার ছবির নায়ক ছিলেন সূর্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন