![](https://media.priyo.com/img/500x/https://eisamay.com/thumb/111746716/viral-video-111746716.jpg?imgsize=484824&width=700&height=394&resizemode=75)
জঙ্গল সাফারিতে গিয়ে একি কাণ্ড! তাড়া করল বাঘ, তারপর যা হল...
eisamay.com
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৯:২২
আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হন তবে আপনি অবশ্যই রোমাঞ্চ পূর্ণ জঙ্গল সাফারির অনেক ভিডিয়ো দেখেছেন। কিন্তু বর্তমানে ইন্টারনেটে এমন একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যা মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু এটি দেখার সময় আপনিও ভয় পেয়ে যাবেন। এই ক্লিপে একটি বাঘ একটি সাফারি গাড়িকে তাড়া করেছে।
বাঘটি গাড়ির পেছনে কয়েক মিটার দৌড়াতে থাকে।