দেখে নিন আপনার গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত কি না
গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেইল, ইউটিউব, গুগল ড্রাইভসহ গুগলের সব সেবা ব্যবহার করা যায়।
বিশ্বজুড়ে এসব সেবার ব্যবহারকারীও অনেক। তাই হ্যাকারদের সাইবার হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক তথ্য বেহাত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হতে পারে। তবে ব্যবহারকারী চাইলে পরীক্ষা করে দেখতে পারেন তাঁর গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত কি না।
গুগলের পাসওয়ার্ড চেকার টুল
যেকোনো অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পাসওয়ার্ড চেকার টুল ব্যবহার করে দেখতে পারেন তাঁর অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না।
এই টুল ব্যবহার করে পাসওয়ার্ড হ্যাক হলে তা জানার পাশাপাশি পাসওয়ার্ডটি শক্তিশালী, নাকি দুর্বল তা–ও জানা যায়৷ এ জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর গো টু পাসওয়ার্ড চেকআপ অপশনে ট্যাপ করতে হবে। চেক পাসওয়ার্ডস নির্বাচন করতে হবে। পাস কি বা পিন দিতে হবে। তারপর কোনো পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, তা জানা যাবে। দুর্বল পাসওয়ার্ড থাকলে সেটিও জানা যাবে। অবশ্য এই টুল ব্যবহারের জন্য গুগলের পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল অ্যাকাউন্ট
- তথ্য সুরক্ষা