ডেঙ্গু প্রতিরোধের উপায় কী?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ২২:১০

এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেড়ে যায়। এ সময় সচেতন থাকার কোনো বিকল্প নেই। কিছু উপায় অবলম্বন করে বর্ষায় এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে এসময় কী কী করবেন, চলুন জেনে নেওয়া যাক-


ছাদ বাগান পানি জমতে দেওয়া যাবে না
ছাদ বাগানে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। প্রতিটি গাছের পাত্রে ছিদ্র থাকা চাই, যাতে পানি না জমে। যারা ছাদ বাগানে জলজ গাছ করেন, তারা পানি নিয়মিত পরিষ্কার করবেন। প্রতি ৭২ ঘণ্টায় যদি পাত্রের পানি বদলে ফেলতে পারেন, তাহলে আরও ভালো।


প্রয়োজনে পানিতে মটর পাম্প লাগিয়ে তা প্রবাহমান করা যেতে পারে। প্রবাহমান পানিতে মশা ডিম পারে না। গাপ্পি কিংবা গাম্বুসিয়া মাছও ছেড়ে দিতে পারেন। এসব মাছ মশার লার্ভা খেয়ে ফেলে। ছাদ পরিষ্কারের সময় কীটনাশক ব্যবহারও করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও