You have reached your daily news limit

Please log in to continue


এক দুপুরের যানজটে নাস্তানাবুদ নগরবাসী

সড়কেই আরও এক দুপুর দীর্ঘ হল রাজধানীবাসীর; চলতি পথে যানজটে আর গরমে নাস্তানাবুদ হতে হল তাদের। গন্তব্যে যেতে এক জায়গাতেই কেটে গেল ঘণ্টার পর ঘণ্টা, তবুও যেন গাড়ি এগোয় না, পথ ফুরোয় না।

রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসেই কোটাবিরোধী আন্দোলনকারীদের গণপদযাত্রা ও সমাবেশের কারণে যানজটের এমন দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক ছিল শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দখলে।

এর রেশ ধরে রাজধানীর অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ছিল প্রায় চার ঘণ্টা। এসব সড়কের সঙ্গে যুক্ত অন্য সড়কগুলোতেও গাড়ির চাপ বেড়ে এক পর্যায়ে অনড় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন