বিশাল সাইবার আক্রমণের শিকার হয়েছে মার্কিন টেলিযোগাযোগ কোম্পানি এটিঅ্যান্ডটি। কল ও মেসেজের তথ্যসহ অন্তত দশ কোটি ৯০ লাখ গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য অবৈধভাবে কেউ হাতিয়ে নিয়েছে।
২০২২ সালের ওই তথ্য গত এপ্রিল মাসে বেহাত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন এই শীর্ষ টেলিকম কোম্পানিটি জানিয়েছে, এফবিআইয়ের তদন্ত চলছে, এবং অন্তত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটিঅ্যান্ডটি’র কর্মক্ষেত্র থেকে গ্রাহকদের কললগ কপি করে একটি থার্ডপার্টি ক্লাউড প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে, যা গ্রাহকদের যোগাযোগ তথ্য নিরাপত্তার উল্লেখযোগ্য লঙ্ঘন।