ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, কাউন্সিলরের ছেলের মৃত্যু

যুগান্তর বান্দরবান সদর প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ১৫:১৯

বান্দরবানে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগে আক্রান্ত পৌর কাউন্সিলরের ছেলের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ (৮)। রোববার সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে বান্দরবান পৌরসভার নারী কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে শনিবার শিশুকর বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন রোববার সকালে শিশুর মৃত্যু হয়।


অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান পৌরসভার শেরেবাংলা এলাকার বাসিন্দা মো. এমরান (৩৩) পাচঁ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আর্মিপাড়ার বাসিন্দার রায়সা হাসান (১৫), হৃদিকা হাসান (৬),লাবনি (৩৫), রকিবুল হাসান (৩৮)  ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হন; তারা অনেকটাই সুস্থ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও