আলোচনা ফলপ্রসূ, শিগগির ক্লাসে ফিরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতদিন সরকারের পক্ষ থেকে তেমন সাড়া না মিললেও শনিবার (১৩ জুলাই) শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন দলের ছয় নেতা। এ বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তারাও বৈঠকে ক্ষমতাসীন দলের নেতা ও সরকারের মন্ত্রীদের কাছে ‘শিগগির ক্লাসে ফেরার আশ্বাস’ দিয়ে এসেছেন।
বৈঠকে অংশ নেওয়া দুজন শিক্ষক নেতা নাম-পরিচয় প্রকাশ না করে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, ‘বৈঠকে আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি। আমরাও সরকারের প্রতিনিধিদের আশ্বাস দিয়ে এসেছি। রোববার (১৪) রাতে শিক্ষক নেতাদের একটা বৈঠক হবে। সেটা শুধুই আনুষ্ঠানিকতা। সেখানে এটা নিয়ে আলোচনা করে খুব শিগগির ক্লাসে ফেরার ঘোষণা দেওয়া হবে।’