ভারতে খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২০:১৮
জুন মাসে ভারতের খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। খাদ্য মূল্যস্ফীতির এই উচ্চ হারের কারণে গত মাসে ভারতের সামগ্রিক মূল্যস্ফীতি আবার ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। চার মাসের মধ্যে মূল্যস্ফীতির এই হার সবচেয়ে বেশি। জুনে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে ভারতের সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ এবং গত মে মাসে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ এক মাসে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৩ ভিত্তি পয়েন্ট।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- খাদ্য
- মূল্যস্ফীতি
- ভারতে