হোন্ডার নতুন এসপি ১৬০ মোটরসাইকেল বাজারে এসেছে, যেসব সুবিধা রয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২০:১৭
হোন্ডার নতুন একটি মডেল বাংলাদেশের বাজারে এসেছে। পিজিএম-এফআই ইঞ্জিনসমৃদ্ধ নতুন এসপি ১৬০ মোটরসাইকেল বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। আজ শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন মোটরসাইকেলটি প্রদর্শন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে হোন্ডার এসপি ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে হোন্ডা এসপি ১২৫ আসে, যা উন্নত ফিচারের জন্য বাংলাদেশি বাইকারদের কাছে বেশ সমাদৃতও হয়। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ নতুন এসপি ১৬০ বিএস-সিক্স মডেলটি বাজারে আনা হয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নতুন
- সুবিধা
- এসপি