কোটিপতির মেয়ে হয়েও গরিব কোটায় সরকারি চাকরি!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২০:০৭
কোটাবিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন উত্তাল, তখন প্রতিবেশী ভারতেও বিতর্কের ঝড় তুলেছে সরকারি চাকরিতে কোটা জালিয়াতির অভিযোগ। এই কাণ্ডের মূলে রয়েছেন পূজা খেড়কর নামে এক তরুণী। তিনি সরকারি চাকরি পেতে সংরক্ষণ কোটা জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষানবিশ কর্মকর্তা চাকরি হারাতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, পূজা খেড়করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সংরক্ষণ কোটা সম্পর্কিত নথি জাল করার অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়ার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সরকারি চাকরি
- কোটিপতি
- কোটা