বরিশালে ‘হাইড্রোলিক হর্ন’ প্রতিরোধে রাজনৈতিক নেতাদের ঐকমত্য
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৮:৩৫
গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহারে শব্দ দূষণ এবং নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে বরিশালে এক নাগরিক কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার নগরীর ‘ইউরো কনভেনশন সেন্টার’ থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন- আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিএনপি জেলা (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহীন, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক একেএম মুরতজা আবেদীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রপলিটন পুলিশের সহকারি কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।