You have reached your daily news limit

Please log in to continue


হাসান আলীর চোখে ‘বাবরই কিং’

সময়ের সেরা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকা করলে সেই তালিকায় অবধারিতভাবেই রাখতে হবে পাকিস্তানের বাবর আজমকে। কোহলির মতো তার নামের সঙ্গেও অনেকে জুড়ে দেন কিং শব্দটা। যা নিয়ে আনেকের আবার আপত্তিও আছে। তবে সেটা বাবরের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয় বরং দলকে কোনো শিরোপা জেতাতে না পারার জন্য। তবে শিরোপা না জিতলেও বাবরকেই কিং মানছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী।

সম্প্রতি বাবরকে নিয়ে হাসান আলী বলেন, ‘কিং করে দেবে, আমি এটা বলার কারণে। ওইদিনের পর থেকে আজ পর্যন্ত আমাকে অনেক গালি খেতে হয়েছে। সে আমার কাছে কিং। পাকিস্তান ক্রিকেটের কিং, যা সবসময়ই থাকবে। সে যে মাপের ব্যাটসম্যান। আমি জানি, হয়তো মানুষজন আবার গালি দিবে। আবার খারাপ কথা বলবে আমাকে নিয়ে। কিন্তু সে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সেটা ও প্রমাণ করেছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন