You have reached your daily news limit

Please log in to continue


জাহাজ বহরের ফ্লপি ডিস্ক প্রযুক্তি বদলাতে চায় জার্মান নৌবাহিনী

জার্মান নৌবাহিনীর সাবমেরিন খোঁজার জাহাজ বহরের জন্য দরকারি আপডেট প্রয়োজন। তবে, আপডেট বলতে এখানে ডিজিটাল উপায়ে তথ্য আপলোড বা সফটওয়্যার প্যাচের কথা বলা হচ্ছে না।

দেশটির এ বহর ১৯৯০-এর দশকে পুরনরায় চালু হওয়ার পর থেকেই বিভিন্ন কাজে সেকেলে ধাঁচের আট ইঞ্চি ফ্লপি ডিস্ক-এর ওপরে নির্ভর করছে।

জার্মান নৌবাহিনী এখন তাদের ‘ব্রান্ডেনবার্গ ক্লাস এফ১২৩ ফ্রিগেট’ জাহাজ চালানোর জন্য বিশেষ প্রয়োজনীয় পুরানো ফ্লপি ডিস্ক সিস্টেমটি পাল্টানোর উপায় খোঁজার চেষ্টা করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন