প্রসাধন তৈরিতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৬:১২
দক্ষিণ কোরিয়ার প্রসাধন নির্মাতা প্রতিষ্ঠান অ্যামোরপ্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সৌন্দর্য পরীক্ষাগার (বিউটিল্যাব) চালু করেছে। এখানে কাজ করছে রোবট। এ রোবট গ্রাহকের ত্বকের ধরন বুঝে প্রসাধনসামগ্রী বাছাই করে এবং প্রযুক্তির সমন্বয়ে সবচেয়ে মানানসই লিপস্টিকের রং ঠিক করে দিতে পারে। এই ল্যাব থেকে সেবা পেতে ইতিমধ্যে অনেক গ্রাহক আগ্রহ দেখিয়েছেন।
উন ইউ জিন নামের ৩২ বছর বয়সী এক গ্রাহক বলেন, প্রত্যেকের নিজস্ব স্কিন টোন রয়েছে। সাধারণত তাঁরা কাউন্টারে থাকা বিভিন্ন পরিচিত প্রসাধনসামগ্রী বেছে নেন। নিজের ত্বক–সম্পর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি এআই প্রতিবেদন জানার পর তিনি বলেন, নিজের ত্বক সম্পর্কে আরও তথ্য জানা এবং আগে-পরে নিজে দেখা খুব ভালো অভিজ্ঞতা।