মাথার ত্বকে ফাঙ্গাস ও ছত্রাক সংক্রমণে কী করবেন
মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ বেশ পরিচিত রোগ। নানা ধরনের ছত্রাক মাথায় সংক্রমণ ঘটাতে পারে। তবে তিন থেকে চার ধরনের ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যায়। ছত্রাক অনিয়ন্ত্রিত আকারে বিস্তার লাভ করলে অসহনীয় খুশকি, চুলকানি ইত্যাদি হয়।
যে কারণে হয়
মাথার ত্বকের একটি পরিচিত ছত্রাকের নাম মেলাসিজিয়া। এটি মাথার ত্বকের গোড়ায় বসবাস করে। চুল সুন্দর রাখতে মাথার ত্বকে সিবাম নামে একধরনের তেল নিঃসরণ হয়। মেলাসিজিয়া সিবাম তেল খেয়ে বাঁচে। এটি সিবামের ওপর এনজাইম প্রয়োগ করে। সেই এনজাইম তেল ভেঙে মেলাসিজিয়ার খাওয়ার উপযোগী করে তোলে। তেলের যে অংশটি মেলাসিজিয়া খায় না, তা জমাট বেঁধে মাথার ত্বক ভেদ করে ঢুকে যেতে চায়। ফলে চুলকানি ও জ্বলুনি হয়। যাদের মাথার ত্বকে তেল নিঃসরণ বেশি, তাদের খুশকির আধিক্য বাড়ে। মাথার ত্বক ছাড়াও মুখ, নাক, কান ইত্যাদি জায়গায় খুশকি দেখা দিতে পারে।
লক্ষণ
ছত্রাকের আক্রমণে মাথার ত্বকে ময়লার মতো জমা, মৃত ত্বক উঠে আসা, ত্বক থেকে আঁশ ওঠা, কপাল ও ঘাড়ে সাদাটে আবরণ, ত্বক রুক্ষ হয়ে পড়া, চুলকানি, ত্বক ফাটা এবং রক্ত বের হওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ছত্রাক
- মাথার ত্বক
- সংক্রমণ