আজ আন্তর্জাতিক পাথর দিবস
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৬:০০
প্রবাদ আছে, মানুষ অধিক শোকে পাথর হয়ে যায়।
শোকের তীব্রতায় কেউ ভাষাহীন, অনুভূতিশূন্য, নিশ্চল হয়ে পড়লে সেই অবস্থা বোঝাতে কথাটা বলা হয়। শ্রোতাপ্রিয় একটি বাংলা গানে বলা হয়েছে, ‘এ মন আমার পাথর তো নয়/সব ব্যথা সয়ে যাবে নীরবে’। কবি শক্তি চট্টোপাধ্যায় ‘ভাত নেই, পাথর রয়েছে’ কবিতায় বলেছেন, ‘শুধু মানুষ পাথর নয় ব’লে/পরিত্রাণ পেয়ে যায়।’
সত্যিই তো, মানুষ যদি আসলেই পাথরের মতো আবেগহীন কঠিন হয়ে যেত, তাহলে বোধ হয় সভ্যতা এগোতেই পারত না। নইলে ‘আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে’ এমন নিটল দুঃসাহস দেখাতে পারত না মানুষ! কিংবা অমন দৃঢ় একটি পদার্থকে অতটা নরম হিসেবে কল্পনা করা যেত না! গায়ক মান্না দে যেমন রায় দিলেন, ‘যদি…পাথরে লিখ নাম, পাথর ক্ষয়ে যাবে’।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র দিবস