পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ, ক্লাস শুরুর আগেই ‘সেশনজট’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৫:৪২

বেশ কিছুদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কোটাবিরোধী আন্দোলনে রাজপথে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নেই ক্লাসে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে কর্মবিরতিতে শিক্ষকরা। একই দাবিতে আন্দোলনে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। এতে অচল দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো।


বিশ্ববিদ্যালয় ঘিরে এমন আন্দোলনে চরম অনিশ্চয়তায় পড়েছেন চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মেধা তালিকায় জায়গা পেলেও ভর্তি হতে পারছেন না অনেকে। আবার কেউ কেউ অপেক্ষমাণ তালিকায় ঝুলে আছেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত না হওয়ায় অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও