১৫৩ বছর আগে হয়েছিল প্রথম বিড়াল প্রদর্শনী

www.ajkerpatrika.com লন্ডন প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১১:১৪

বিড়াল এখন মানুষের সবচেয়ে পছন্দের পোষা প্রাণীগুলির একটি। তবে সবসময়ই কিন্তু বিড়ালকে এতটা আদর-যত্ন করত না মানুষ। বিশেষ করে পাশ্চাত্যে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় করে তুলতে দারুণ ভূমিকা রাখে একটি বিড়াল প্রদর্শনী। ১৮৭১ সালের এই দিনে অর্থাৎ ১৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে হয় প্রদর্শনীটি।


ভিক্টোরিয়ান যুগের ব্রিটিশদের কাছে বিড়ালের প্রয়োজনীয়তা ছিল মূলত ইঁদুরের মতো ক্ষতিকর প্রাণী দমনের জন্য। তবে ১৮৭১ সালের ১৩ জুলাই ক্রিস্টাল প্যালেসের সেই বিড়াল প্রদর্শনীর পর শুধুমাত্র ইঁদুর শিকারি নয় বিড়ালও যে আদর-যত্ন করে পোষার মতো একটি প্রাণী হতে পারে অভিজাতদের মধ্যে এমন একটি ধারণা দিতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে