You have reached your daily news limit

Please log in to continue


যুগপৎ আন্দোলনের প্রস্তুতি বিএনপির, শরিকদের সঙ্গে আলোচনা শুরু

কোটাবিরোধী আন্দোলনে গরম মাঠে সরকার পতনের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করে মাঠে নামতে শরিকদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন দলটির নেতারা। এই আন্দোলনে কোটাবিরোধী আন্দোলনকারীদেরও পাশে পেতে আগ্রহী দলটি। বিএনপির সূত্রে এসব জানা গেছে। 

বিএনপির নেতারা বলছেন, ভারতের সঙ্গে ‘অসম’ চুক্তি, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য ফাঁস, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণে মানুষ ক্ষুব্ধ। এর সঙ্গে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনেও জনগণের সমর্থন আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। সব মিলিয়ে সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলনের এখনই সময়। তাই যত দ্রুত সম্ভব যুগপৎ আন্দোলন নিয়ে মাঠে নামার তাগিদ উঠেছে দলে। দলের নীতিনির্ধারকেরা সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছেন। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে লিয়াজোঁ কমিটি। কমিটি গতকাল শুক্রবার পর্যন্ত সাতটি দল ও জোটের সঙ্গে বৈঠক করেছে। আজ শনিবারও কয়েকটি দলের সঙ্গে বৈঠক হবে। এসব বৈঠকে কর্মসূচির বিষয়ে শরিকদের মতামত নিচ্ছে বিএনপি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন