ভারতে পাচারের পর নামানো হয় যৌনকর্মে, যেভাবে দেশে ফিরছেন বাংলাদেশি তরুণী
২০২২ সালের ডিসেম্বর মাস। মুম্বাইয়ের বোরিভালি এলাকা থেকে এক তরুণীকে উদ্ধার করে ভারতের রেলওয়ে পুলিশ। ওই তরুণীর অবস্থা তখন করুণ—শয্যাশায়ী, শরীরে অপুষ্টির ছাপ। তাঁর পরনে ছিল বড় আকারের একটি কুর্তি। দেখলে বোঝা যায়, মানসিকভাবে মোটেও সুস্থ নন।
ওই তরুণী বাংলাদেশি। তিন বছর আগে পাচারের শিকার হয়ে ভারতে গিয়েছিলেন। তাঁকে উদ্ধারের পর মুম্বাইয়ের কাছে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনে যোগাযোগ করে পুলিশের ওই দল। সংগঠনটি মানসিক রোগীদের নিয়ে কাজ করে। সেখানে পরীক্ষা করে ধরা পড়ে ‘পোস্টপারটাম সাইকোসিসে’ ভুগছেন ওই তরুণী। সন্তান জন্মের পর কোনো কোনো মা বিরল এই মানসিক রোগে আক্রান্ত হন।
চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ওই তরুণী প্রায় সুস্থ। ওই পুনর্বাসনকেন্দ্রেই সহায়তাকারী একজন কর্মী হিসেবে কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব এখন তিনি বাংলাদেশে পাঁচ বছর বয়সী মেয়ের কাছে ফিরতে চান। বলেন, ‘মেয়েকে খুব মনে পড়ে। শিগগিরই তার কাছে ফিরতে চাই। আমি তাকে আর কখনো ছেড়ে যাব না।’
ওই তরুণীকে দেশে ফেরাতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশন। বিষয়টি প্রক্রিয়াধীন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একজন কর্মকর্তা বলেছেন, ওই তরুণীর প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশে পাঠানো হয়েছে। তাঁকে ফেরাতে বাংলাদেশ সরকারের আদেশের জন্য অপেক্ষা করা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারী পাচার
- যৌনকর্মী