১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন অ্যাটকিনসন
যুগান্তর
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ২১:৩৮
কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টেই আগামী প্রজন্মের রত্ন গাস অ্যাটকিনসনকে পেয়ে গেল ইংল্যান্ড। লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ের রাগিণীর মাঝেই নতুন দিনের বাজনা বাজালেন তরুণ অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১৮৯০ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বাঁহাতি পেসার ফ্রেডরিক মার্টিন অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন। ১৩৪ বছর পর সে কীর্তিতে ভাগ বসালেন অ্যাটকিনসন।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিতে স্রেফ ৪৫ রান খরচ করেন ২৬ বছর বয়সি অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসেও নিজের রুদ্ররূপ ধরে রাখেন। এবার ৬১ রানে শিকার করেন ৫ উইকেট। ১২ উইকেট নিয়ে অভিষেক টেস্টেই জয় করেছেন ম্যাচসেরার পুরস্কার।